ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। পাহাড় সমান রান তাড়া করতে নেমে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষের এই জয় ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়। এর আগের রেকর্ডটি দখল করে রেখেছে ভারত। শ্রীলংকার বিপক্ষে তারা জিতেছিল ৩১৭ রানে। পাশাপাশি ডাচদের ৩০৯ রানে হারানোর রেকর্ডটি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়।
বুধরার দপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অজিদের দেওয়া ৪০০ রানের টার্গেটে নেদারল্যান্ডসের হয়ে উদ্বোধনে নামেন ম্যাক্স ও’দাউদ ও বিক্রম সিং। দলীয় ৪.৫ ওভারে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডসে। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ম্যাক্স ও’দাউদ। এ সময় তিনি করেন ৯ বলে ৬ রান। এরপর মাঠে নামেন কলিন অ্যাকারম্যান।
দলীয় ৫.৫ ওভারে রান আউটের শিকার হয়েছেন বিক্রম সিং। যাওয়ার আগে তিনি করেন ২৫ বলে ২৫ রান। বিক্রম সিং আউট হয়ে যাওয়ার দলের হার ধরতে ব্যর্থ হয়েছেন কলিন অ্যাকারম্যান। দলীয় ৯.২ ওভারের জশ হ্যাজলউড এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে ফিরেন অ্যাকারম্যান। যাওয়ার আগে তিনি করেন ১১বলে ১০ রান।
এরপর মাঠে নামা বাস ডি লিডও এলবিডব্লিউর ফাঁদে পড়েন। প্যাট কামিন্সের শিকার হয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন বাস ডি লিড। যাওয়ার আগে তিনি করেন ৭ বলে ৪ রান।
নিয়মিত উইকেট যাওয়ায় চাপ বাড়তে থাকে নেদারল্যান্ডসের। চাপ কাটিয়ে উঠার জন্য দেখে-শুনে খেলা শুরু করেন সিব্র্যান্ড। কিন্তু তিনি তা পারেননি। উল্টো দলীয় ১৩.২ ওভারের মিচেল মার্শের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখ। যাওয়ার আগে তিনি করেন ২১ বলে ১১ রান। এরপর মাঠে নামেন তেজা নিদামানুরু। তিনিও বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারেনি। ১৮ বলে ১৪ রান করেন ফিরেন।
এরপর লোগান ফন বিক, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও রুলফ ফন ডার মারউই কেউ দুই অংকের সংখ্যা পার করতে পারেননি। ফলে মাত্র ২০.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ফলে রেকর্ড সংখ্যক ৩০৯ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
অস্টেলিয়ার হয়ে এদিন চার উইকেট নেন অ্যাডাম জাম্পা। জোড়া উইকেট নেন মিচেল মার্শ। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।
ঢাকা বিজনেস/এমএ/