২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



শফিকের ফিফটিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || ২৩ অক্টোবর, ২০২৩, ০৯:৪০ এএম
শফিকের ফিফটিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান


দলীয় ১৮.৪ ওভারের রশিদ খানের বলে ২ রান নিয়ে  বিশ্বকাপে তৃতীয় ফিফটি পূর্ণ করলেন আবদুল্লাহ শফিক। এতে তিনি খরচ করেন ৬০ বল। শফিকের ফিফটিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান। চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দৃঢ়তায় দারুণ সূচনা পেয়েছে পাকিস্তান। ৮ ওভারে অর্ধশতক রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে পাওয়ার প্লে শেষে এই জুটি ভাঙ্গেন আজমতউল্লাহ ওমরজাই। এসময় ১৭ রান করে ফেরেন ইমাম-উল-হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের  সংগ্রহ ১ উইকেটে  ৯৩ রান।ক্রিজে আবদুল্লাহ শফিক ৫০ ও বাবর আজম ১৫ রানে ব্যাট করছেন।

সোমবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক।

আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয় ও দুই পরাজয়ে পাকিস্তানের পয়েন্ট সংখ্যা চার। টেবিলে তাদের অবস্থান পঞ্চম স্থানে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজ নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে দলটি।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।

আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন উল হক।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন