১৪ মার্চ ২০২৫, শুক্রবার



নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠালো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || ১৭ অক্টোবর, ২০২৩, ০৮:৪০ এএম
নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠালো  দক্ষিণ আফ্রিকা


বিশ্বকাপের ১৫তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ধর্মশালায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ১ ঘণ্টার বিলম্বিত হয়ে ৩ টায় ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। যেখানে টস জিতে বোলিং নিয়েছে  দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (১৭ অক্টোবর)  ধর্মশালায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলংকা আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে প্রতাপের সঙ্গে হারিয়ে বেশ চনমনে মেজাজে আছে প্রোটিয়ারা।

অন্যদিকে ডাচরা হেরে গেছে নিজেদের দুই ম্যাচেই। তারা চাইবে প্রোটিয়াদের হারিয়ে আফগানদের মতো অঘটনের জন্ম দিতে। নিজেদের সবশেষ দেখায় প্রোটিয়াদের বিপক্ষে জয় তুলে নিয়েছিল নেদারল্যান্ডস।

এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে প্রোটিয়ারা দুটিতেই জয় তুলে নিয়েছে। অন্য দিকে এখনও জয়ের দেখা পায়নি ডাচ বাহিনী। 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), সিসান্দা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্তিয়ে, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডুসেন।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'দাউদ, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভন মিকেরেন, কলিন আকারম্যান, রোয়েলফ ভন ডার মারুই, লোগান ভন বিক, আরিয়ান ডাত, রিয়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আজমেদ ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেচ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন