২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



সামাজিক আন্দোলন গড়ে তুলে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা হবে: পরিবেশমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ অক্টোবর, ২০২৩, ০৭:৪০ এএম
সামাজিক আন্দোলন গড়ে তুলে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা হবে: পরিবেশমন্ত্রী


 সবাইকে নিয়েই শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার সফল হবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকার কাজ করছে। এজন্য বিভিন্ন ধরনের বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে। রোববার (১৫ অক্টোবর)  সকাল সাড়ে  ৯ টার পর  সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের ১ মিনিট নীরব অবস্থান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

পরিবেশমন্ত্রী বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে  গাড়িচালকসহ সংশ্লিষ্ট সকাইকে প্রশিক্ষণ দেওয়া হবে। একাজে সফল হতে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহায়তা নেওয়া হবে।’

এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এ কর্মসূচি সফল করতে ঢাকা শহরের ১১ টি গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি (ওয়ার্ড কাউন্সিলর), বিভিন্ন সরকারি দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশের সদস্য ও ঢাকা পরিবহন মালিক সমিতির সদস্যদের উপস্থিতিতে ব্যানার-ফেস্টুনসহ মানববন্ধন, গাড়ি চালকদের মধ্যে লিফলেট-স্টিকার বিতরণ করা হয়। 

ঢাকা বিজনেস/এনই




আরো পড়ুন