আওয়ামী লীগ আমলে দেশে উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে সাধারণ নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখবো। জনগণের সেবা করবো।’
বুধবার (১১ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝোয়ার সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। কারণ,আওয়ামী লীগ সরকার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে।’
বাঙালির অগ্রযাত্রায় চীনের সহযোগিতাকে স্বাগত জানিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশটির সহায়তা আরও বাড়ানো আহ্বান জানান শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি পদ্মা সেতু ও দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ব প্রথম কর্ণফুলী ট্যানেলের মতো বিভিন্ন মেগা প্রকল্পে চীনের সহায়তার কথা স্মরণ করেন।
মানুষের দুর্ভোগ লাঘবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।’
এই সময় চীনের ভাইস মিনিস্টার বলেন, ‘চীন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে।’ তিনি আরও বলেন, ‘‘তার দেশ ‘সবার সঙ্গে বন্ধু, কারও সঙ্গে বৈরিতা নয়’ বাংলাদেশের এই বৈদেশিক নীতির প্রতি সমর্থন জানায়।’’
ঢাকা বিজনেস/এনই/