দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সদ্য বিদায়ী সপ্তাহে (১ অক্টোবর-৫ অক্টোবর) মোট লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসই এ মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি টাকা। এর আগের সপ্তাহে যা ছিলো ১ হাজার ৮১৪ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৭৪ শতাংশ। গত সপ্তাহে প্রত্যেকদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহে প্রত্যেকদিন গড়ে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি টাকা। এক্ষেত্রে গড়ে লেনদেন বেড়েছে ২ দশমিক ৯৯ শতাংশ।
গত সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিলো ২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। এবং ৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেনি।
এদিকে ডিএসই সূত্রে আরও জানা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক ছিলো (ডিএসইএক্স) ৬ হাজার ২৮৪ পয়েন্ট। বিদায়ী সপ্তাহের একই সময়ে তা এসে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ২২ দশমিক ৯১ পয়েন্ট। অর্থাৎ ০ দশমিক ৩৬ শতাংশ সূচক কমেছে।
ডিএসই শরিয়াহ্ সূচক (ডিএসইএস) গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিলো ১ হাজার ৩৫৯ পয়েন্ট। সদ্য বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৩ দশমিক ৭৯ পয়েন্ট। অর্থাৎ ০ দশমিক ২৮ শতাংশ কমেছে। ডিএস৩০ সূচক গত সপ্তাহের শেষ সপ্তাহে ছিলো ২ হাজার ১৪০ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্ট। এক্ষেত্রে সূচক কমেছে ২ দশমিক ৭০ পয়েন্ট। অর্থাৎ ০ দশমিক ১৩ শতাংশ কমেছে।
সদ্য বিদায়ী সপ্তাহে বাজার মূলধন ছিলো ৭ লাখ ৭৬ হাজার ৭৭৭ কোটি ১৭ লাখ ৮৪ হাজার ৮২২ টাকা। এর আগের সপ্তাহে বাজার মূলধন ছিলো ৭ লাখ ৭৭ হাজার ৪৭৫ কোটি ৪৬ হাজার ৭৬ হাজার ২৩ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ০ দশমিক ০৯ শতাংশ।
ডিএসই’র ওয়েব সাইট সূত্রে জানা গেছে, টপটেন গেইনারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে দেশবন্ধু পলিমার লিমিটেড, লিব্রা ইনফিউশনস লিমিটেড ও আমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি। টপটেন লুজারের তালিকায় থাকা শীর্ষ তিনটি কোম্পানি হচ্ছে এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিকে সিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ১২ টাকা। সপ্তাহের মোট লেনদেন কমেছে ১৮ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার ৮৬৮ টাকা। অর্থাৎ ২২ শতাংশ মোট লেনদেন কমেছে।
সিএসইতে মোট ২৪৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে সদ্য বিদায়ী সপ্তাহে। এরমধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত ছিলো ১২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। সিএসইতে একটি সূচক বাদে সব সূচক ছিলো নিম্নগামী গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে সিএসই প্রধান সূচক সিএএসপিআই ছিলো ১৮ হাজার ৫৮০ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩১ পয়েন্ট।
সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ০ দশমিক ২৬ শতাংশ, সিএসই৩০ সূচক গত সপ্তাহে ছিলো ১৩ হাজার ৩৫৮ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে এসে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ০ দশমিক ০২ শতাংশ। গত সপ্তাহে সিএসসিএক্স সূচক ছিলো ১১ হাজার ১০৮ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে হয়েছে ১১ হাজার ৭৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ০ দশমিক ২৬ শতাংশ। সিএসই৫০ সূচক গত সপ্তাহে ছিলো ১ হাজার ৩০৬ দশমিক ৪২ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছ ১ হাজার ৩০৬ দশমিক ২৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ০ দশমিক ০১ শতাংশ।
সিএসআই সূচক গত সপ্তাহে ছিলো ১ হাজার ১৬৭ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমে দাঁড়িয়েছে ০ দশিমিক ১৭ শতাংশ। এবং সর্বশেষ সিএসইএসএমইএক্স গত সপ্তাহে ছিলো ২ হাজার ১০৫ পয়েন্ট। সদ্য বিদায়ী সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ।
এদিকে সিএসইতে টপটেন গেইনারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে দেশবন্ধু পলিমার লিমিটেড, লিব্রা ইনফিউশনস লিমিটেড ও আমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং টপটেন লুজারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ও এপেক্স ফুডস লিমিটেড।
ঢাকা বিজনেস/এমএ/