২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক || ০৭ অক্টোবর, ২০২৩, ০৯:৪০ এএম
চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা


আইসিসি ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। যেখানে টাইগারদের বোলিং তোপে ১৫৬ রানে থামে আফগানিস্তান। আফগানদের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে  শুরুতেই দুই উইকেট হারিয়েছে চাপে পরেছিলো বাংলাদেশ। তবে শান্ত-মিরাজের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে দুই উইকেটে ৭৮ রান। শান্ত  ২৮ বলে ১৯ রান ও মিরাজ ৩৯ বলে ৩৮ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও তানজিদ তামিম। প্রথম চার ওভারে কোনো ক্ষতি ছাড়াই ১৯ রান যোগ করেন দুজন। তবে পঞ্চম ওভারে এসে হয় ছন্দপতন।

ফজল হক ফারুকীর বল পয়েন্টের দিকে ঠেলে দিয়েছিলেন লিটন দাস। রান নেয়ার জন্য তামিম দৌড় দিলেও লিটন সাড়া দেননি। এ অবস্থায় তামিম ক্রিজে ফেরার আগেই ভেঙে যায় স্ট্যাম্প। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে ৫ রান করেন তিনি।

এর পরই ফেরেন লিটন দাস। ফারুকীর করা পরের ওভারে ইনসাইড এজ হয়ে বোল্ড হন এ ওপেনার। ১৮ বলে ১৩ রান করেন তিনি।

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যেখানে শুরু থেকে দ্রুত রান সংগ্রহে মরিয়া আফগানিস্তান। আফগান ওপেনিং জুটি ভাঙতেই পারছিল না বাংলাদেশ। অবশেষে সাকিব আল হাসানের ঘূর্ণিতে সাজঘরে ফেরলেন নাজিবউল্লাহ জাদরান ও রহমত শাহ । দ্বিতীয় ওভারে বল করতে এসেই সাকিব তুলেনেন জাদরানের উইকেট।

এরপর হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। বাউন্ডারি হাঁকাতে গিয়ে তাওহীদ ‍হৃদয়ের হাতে ক্যাচ দেন আফগান অধিনায়ক। ৩৮ বলে ১৮ রান করেন তিনি। 

এরপর আফগান শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন রীতিমতো বিপজ্জনক হয়ে উঠা রহমানউল্লাহ গুরবাজ।

দলীয় ২৯তম ওভারে নিজের ষষ্ঠ ওভার করতে আসেন সাকিব। ওই ওভারে সরাসরি নাজিবউল্লাহ জাদরানের স্টাম্প ভেঙে দেন তিনি। ৫ রানে বিদায় নেন আফগান ব্যাটার। তাসকিনের ব্যক্তিগত পঞ্চম ওভারে সরাসরি বোল্ড হন মোহাম্মদ নবি। ১২ বলে ৬ রান করেন আফগান অলরাউন্ডার। রশিদ খান ফেরেন ৯ রান করে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন