২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



১৭২ রান তাড়ায় ব্যাটে নেমেছে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক || ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ এএম
১৭২ রান তাড়ায় ব্যাটে নেমেছে নিউজিল্যান্ড


১৭২ রান তাড়ায় ব্যাটে নেমেছে নিউজিল্যান্ড। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তরা ৩৪ ওভার ৩ বল খেলে সব উইকেট হারিয়ে ১৭১ রানে থেমে যান। জিততে হলে সফরকারীদের ৫০ ওভারে নিতে হবে ১৭২ রান।  

এদিকে, প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে পরাজয় বরণ করেছিল বাংলাদেশ। যে কারণে তিন ম্যাচ সিরিজে ১-০ পয়েন্টে পিছিয়ে আছে টাইগাররা। তাই সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়ছে লাল সবুজের প্রতিনিধিরা।

প্রথম ২ ওভার ১ বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৮ রান করেন তারা। অভিষেক ম্যাচে ওপেনার জাকির ১ রান করে আউট হন। তানজিদ ৫ রান। এরপর ব্যাটে আসেন শান্ত-হৃদয়। হৃদয় ১৭ বল খেলে ১৮ রান করে সাজঘরে ফেরেন। পরপর ৩ উইকেট হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে টাইগার শিবির। শান্ত ছাড়া কেউ ২২ রানও পেরোতে পারেননি। অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই তিনি ৭৬ রান করে আউট হন। শেষে ৩৪ ওভার ৩ বল খেলে সব উইকেট হারিয়ে ১৭১ রানে থেমে যায় স্বাগতিক বাংলাদেশ। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে।

সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় তারা।

প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম দলে ফিরেছেন। শান্ত অধিনায়কত্ব করছেন। অভিষেক হয়েছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের।

এদিকে, সফরকারীদের দলে দুটি পরিবর্তন। চ্যাড বস ও কাইল জেমিসনের জায়গায় খেলছেন ডিন ফক্সক্রফট ও অ্যাডাম মিলনে। 

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। 

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন