রাজধানীতে আরও ৭১১টি বাস ই-টিকিটিং সিস্টেমের আওতায় আসছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলীতে ১৫টি কোম্পানির অধীনে চলাচলকারী এসব বাস ই-টিকিটিং সিস্টেমের আওতায় আসছে। সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
এর আগে গত বছরের ১৩ নভেম্বর মিরপুরভিত্তিক ৩০টি কোম্পানির অধীনে মোট ১ হাজার ৬৪৩টি বাসে এ ব্যবস্থা চালু করা হয়।
এনায়েত দাবি করেন, ই-টিকিটিং পদ্ধতি এখন পর্যন্ত ৭০ থেকে ৭৫ শতাংশ সফল এবং তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
ওই ১৫টি কোম্পানি হলো- মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহন, দেওয়ান এন্টারপ্রাইজ লিমিটেড, মালঞ্চ পরিবহন লিমিটেড, তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ (১) (রুট এ-১৪১), আলিফ এন্টারপ্রাইজ (২) (রুট এ-২৯২), অভিনন্দন ট্রান্সপোর্ট লিমিটেড, বিকাশ পরিবহন লিমিটেড, গাবতলী এক্সপ্রেস লিমিটেড, মেঘলা ট্রান্সপোর্ট কোং লিমিটেড, ভিআইপি অটো মোবাইলস লিমিটেড, রমজান আলী এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন লিমিটেড ও স্বপ্ন পরিবহন লিমিটেড।
ঢাকা বিজনেস/এম