ঢাকাই চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’ খ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের আজকের এই দিনে তিনি ইহলোকের মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান।
আনোয়ার হোসেন ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মূলত স্কুল জীবন থেকেই তিনি অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। স্কুল জীবনে প্রথম অভিনয় করেন ‘আসকার ইবনে সাইকের পদক্ষেপ’ নাটকে। এরপর বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেছেন। ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে পড়াকালীন তিনি অনেক মঞ্চনাটকে অভিনয় করেছেন।
এরপর ১৯৫৭ সালে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় আসার পরপরই তিনি নাসিমা খানমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে বছরই আনোয়ার হোসেনকে পরিচালক মহিউদ্দিনের সঙ্গে তার সহকারী মো. আনিস পরিচয় করিয়ে দেন। আর প্রথম পরিচয়েই আনোয়ার হোসেন সুযোগ পান ‘তোমার আমার’ শিরোনামের সিনেমাতে অভিনয়ের। এটাই ছিল আনোয়ার হোসেন অভিনীত প্রথম চলচ্চিত্র। এরপর থেকে আনোয়ার হোসেন অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।
এই কিংবদন্তি অভিনেতা ৫২ বছরের অভিনয় জীবনে ৫ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি সর্বশেষ কাজ করেছেন ২০০৬ সালে কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ সিনেমায়।
আনোয়ার হোসেন ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে প্রথম জাতীয় পুরস্কার পান। ‘গোলাপী এখন ট্রেনে’ ছবিতে সহ-অভিনেতা হিসেবে পুরস্কার পান ১৯৭৮ সালে। এর আগে ১৯৬৭ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’য় অভিনয় করে নিগার পুরস্কার পেয়েছিলেন। অভিনেতাদের মধ্যে তিনিই ১৯৮৮ সালে প্রথম একুশে পদক পান। সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন আনোয়ার হোসেন।
ঢাকা বিজনেস/এন