২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



লঙ্কান শিবিরে শরিফুলের জোড়া আঘাত

ক্রীড়া ডেস্ক || ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ এএম
লঙ্কান শিবিরে শরিফুলের জোড়া আঘাত


পেস অ্যাটাকে যেন বড় পরিবর্তন এনেছে টাইগাররা। ম্যাচরে শুরু থেকেই টাইগারদের বাউন্স ও সুইং ডেলিভারিতে অবাক পুরো স্টেডিয়াম। শরিফুলের জোড়া আঘাতে লঙ্কা  শিবিরে চিড় ধরেছে। সুইং জাদুতে ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন হাসান। অফ স্টাম্পের বাইরের বলে আউটসাইড-এজ হন করুনারত্নে। ১৭ বল খেলে ১৮ রান করেন এই ব্যাটার।

করুনারত্নের বিদায়ের পর জুটি গড়েন নিশাঙ্কা ও মেন্ডিস। তবে সেই জুটি ভাঙেন শরীফুল। শরীফুলের স্লোয়ারে ব্যাট নামাতে দেরি করে ফেলেন নিশাঙ্কা। আম্পায়ার পল উইলসনের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত প্রায় সঙ্গে সঙ্গেই রিভিউ করেছিলেন, তবে বাঁচেননি। ৬০ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৫০ রান করা মেন্ডিসকেও ফেরান শরীফুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত  শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৭। 

ঢাকা বিজনেস/এমএ/





আরো পড়ুন