২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



চকরিয়ায় অপহৃত ৩ কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি || ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৯ এএম
চকরিয়ায় অপহৃত ৩ কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩


কক্সবাজারের চকরিয়ায় আলাদা সময়ে অপহৃত ৩ কিশোরীকে আলাদা স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া থানা পুলিশের আলাদা ৩টি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন  চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

আটকরা হলেন- চট্টগ্রামের বাঁশাখালী উপজেলার পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ড এলাকার মো. ইউনুছের ছেলে ফরহাদুল ইসলাম, চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. শহীদ উল্লাহর ছেলে মো. সম্রাট ও কাকারা ইউনিয়নের মাইজ কাকারা ৫ নম্বর ওয়ার্ডের মো. ইছহাকের ছেলে শফিকুল ইসলাম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, 'গত ৬ আগস্ট রাত ৯টার দিকে কাকারা ইউনিয়নের বাড়ি থেকে অপহৃত হয় হোসেন ফেরদৌসি তানিয়া। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলার ১ নম্বর আসামি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ইছহাকের ছেলে শফিকুল ইসলাম। তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।'

জাবেদ মাহমুদ আরও বলেন, 'গত ১২ আগস্ট সকালে চকরিয়া পৌরসভার হিন্দুপাড়া এলাকা থেকে অপহৃত হয় রিফাত জান্নাত সামিয়া। এ ঘটনায় তার মা রোহানা আক্তার বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি ফরহাদুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়।'

একইভাবে ৩১ আগস্ট সকাল ৯টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর এলাকা থেকে ইদফা মনি নামে এক কিশোরীকে অপহরণ করা হয় বলেও জানান জাবেদ মাহমুদ। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলার আসামী সম্রাটকে পেকুয়া থেকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

চকরিয়া থানার ওসি আরও বলেন, '৩ অপহরণের ঘটনায় থানায় আলাদা ৩টি মামলা হয়েছে। ওই মামলায় ৩ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।'

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন