১২ মার্চ ২০২৫, বুধবার



পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক || ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৯ এএম
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত


চার বছরের বেশি সময় পর আবারও ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এশিয়া কাপে তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি। নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয় দিয়ে এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। অপর দিকে আসরে প্রথমবারের মতো খেলতে নামছে ভারত। 

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি পাল্লেকেলে স্টেডিয়াম থেকে সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে। 

চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয় দিয়ে মিশন শুরু করে আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারায় তারা। যা এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়। অপর দিকে আসরে প্রথমবারের মতো খেলতে নামছে ভারত। 

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল উপমহাদেশের দুই দল ভারত-পাকিস্তান। সে বছরের ১৬ জুন ইংল্যান্ডের ম্যানচেষ্টারে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টি আইনে ৮৯ রানে জিতেছিল ভারত। 

এরপর ওয়ানডে ফরম্যাটে না হলেও এ সময়ে  টি-টোয়েন্টি ফরম্যাটে চারবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। দু’বার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মঞ্চে । এরমধ্যে সমান দু’বার করে জয় ও হারের স্বাদ পেয়েছে দল দু’টি।

ভারতের বিপক্ষে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে পাকিস্তান। 

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান,  ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রাবীন্দ্রর জাজেদা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুহরাহ। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন