২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বিএনপিকে ধ্বংস করতে ডিজিটাল অ্যাক্ট: দুদু

স্টাফ রিপোর্টার || ৩১ আগস্ট, ২০২৩, ০৭:৩৮ এএম
বিএনপিকে ধ্বংস করতে ডিজিটাল অ্যাক্ট: দুদু


ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সরকার শুধু বিএনপিকে ধ্বংস করার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। কাউকে কোনো কথা বলতে দেবে না। সত্য কথা বলতে দেবে না।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।  

দুদু বলেন, ‘বিএনপির চেয়ারপারসনকে দেশের মানুষ ধর্মবান্ধব মনে করেন। কাউকে আঘাত করেন না। তাই দেশের মানুষ তাকে ভালোবাসেন।'

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বিএনপির আজকের আন্দোলন একদফা দাবিতে। মনে রাখবেন, আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে।’

ঢাকা বিজনেস/মাহি/এনই



আরো পড়ুন