২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বাবর আজমের নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক || ২৫ আগস্ট, ২০২৩, ০৯:৩৮ এএম
বাবর আজমের নতুন রেকর্ড


পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের কাছে রেকর্ড ভাঙা-গড়া যেন ‘ডাল-ভাত’। মাঠেই নামলেই নতুন নতুন কীর্তি গড়েন তিনি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেও নতুন এক রেকর্ড গড়লেন বাবর। 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ওয়ানডেতে বাবরের ব্যাট থেকে আসে ৫৩ রান।পাকিস্তানের হয়ে মাঝারি মানের ইনিংস খেলার আগেই বড় একটা রেকর্ডই গড়ে ফেলেছেন তিনি।

এদিন বাবর তার ওয়ানডে ক্যারিয়ারের ১০২তম ওয়ানডে ম্যাচের ১০০তম ইনিংসে ব্যাট করতে নামেন। আর তাতেই হাশিম আমলা, ভিভ রিচার্ডসদের ছাড়িয়ে গড়েন রেকর্ডটি।  এ সময়ে বাবরের প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে ধরা হয়, সেই বিরাট কোহলি এ রেকর্ডে বাবরের আশপাশেই নেই।

বাবর তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছেন। ১০০ ইনিংসে ব্যাট করে এখন পর্যন্ত রান করেছেন ৫১৪২, গড় ৫৮.৪৩। এ রেকর্ড গড়তে আফগানিস্তানের বিপক্ষে খেলা গতকালকের ৫৩ রানের ইনিংসের প্রয়োজন হয়নি। কারণ, ৯৯ ইনিংসেই বাবরের রান ছিল ৫০৮৯। তা ছিল এর আগে প্রথম ১০০ ইনিংসে সর্বোচ্চ রান তোলা হাশিম আমলার চেয়ে বেশি। অর্থাৎ আমলাদের ছাড়িয়ে যেতে বাবরের শুধু ১০০তম ইনিংসে ব্যাটিংয়ে নামাটাই দরকার ছিল।

হাশিম আমলা ১০০ ইনিংসে ১৭ সেঞ্চুরিতে রান করেছিলেন ৪৯৪৬। তালিকায় এর পরের নামটা ক্যারিবিয়ান গ্রেট ভিভিয়ান রিচার্ডসের। ৫৬.০৭ গড়ে ভিভ করেছিলেন ৪৬০৭ রান। এ তালিকায় ভারতীয় সাবেক অধিনায়ক কোহলির অবস্থান নবম। প্রথম ১০০ ইনিংসে কোহলির গড় ৫০–এর কম-৪৯.৭৬। রান সংখ্যা ৪২৩০।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন