২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

জাবিতে ধসে পড়লো নির্মাণাধীন মসজিদের ছাদ

জাবি সংবাদদাতা || ১৯ আগস্ট, ২০২৩, ১১:৩৮ এএম
জাবিতে ধসে পড়লো নির্মাণাধীন মসজিদের ছাদ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত এবং আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে পড়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করার কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে। আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ উল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢালাইয়ের কাজ চলার সময় কংক্রিট মিক্সার ঢালাইয়ের পর ভাইব্রেট করতে গেলে ছাদের পশ্চিম ও দক্ষিণ পাশের শাটারিং ধসে পড়ে। খবর শুনে ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং ওই দুই হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

নির্মাণ শ্রমিক মো. জামাল বলেন, ‘কংক্রিট ঢালাইয়ের পর ভাইব্রেট করতে গেলে এ ঘটনা ঘটে। বৃষ্টির কারণে শাটারিংয়ের কাজ ড্যামেজ হয়ে গেছে। সে কারণে এটি কংক্রিটের ভার নিতে পারেনি।’

এদিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী ও মসজিদ তদারক কমিটির সদস্যদের উপস্থিতিতে তাৎক্ষণিক এক বৈঠকে সম্পূর্ণ ছাদের শাটারিং খুলে আবার নতুন করে লাগানোর সিদ্ধান্ত হয় বলে জানান মসজিদের ঠিকাদার প্রতিষ্ঠান ফরমিলা আক্তার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দাইয়ান বিন শাহজাহান।

দাইয়ান বিন শাহজাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই হলের প্রাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো ছাদের শাটারিং খুলে নতুন করে লাগাতে হবে। সেটা করার পর কাজ শুরু করতে বলা হয়েছে।’

ছাদ ধসে পড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শাটারিং করার পর টানা ১০ দিন বৃষ্টি হয়েছে। এ কারণে পানি জমে কাঠ ভিজে যায়, আর পেরেকের সঙ্গে কাঠের জোড়া লাগানো অংশ ফাঁকা হয়ে থাকতে পারে বলে ধারণা করছি। এ কারণে হয়তো ছাদ ধসে পড়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘উপাচার্য স্যারসহ কয়েকজন ধসে পড়া ছাদ পরিদর্শন করেছি। তাদের নতুন করে কাজ শুরু করতে বলেছি।’

ঢাকা বিজনেস/উজ্জল/এন/



আরো পড়ুন