২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



নেটফ্লিক্সে আসছে ‘হেলবাউন্ড’ সিজন-২

বিনোদন ডেস্ক || ০৯ আগস্ট, ২০২৩, ০৭:৩৮ এএম
নেটফ্লিক্সে আসছে ‘হেলবাউন্ড’ সিজন-২


নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘হেলবাউন্ড’-এর দ্বিতীয় সিজন আসছে। সম্প্রতি সিরিজটির নতুন সিজনের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্স কোরিয়া একটি ভিডিও শেয়ার করেছে যেখানে ‘হেলবাউন্ড ২’-এর প্রযোজনার প্রস্তুতি দেখানো হয়েছে। প্রায় ৩০ সেকেন্ডের এ ভিডিওটিতে নতুন প্রধান চরিত্র কিম সুং-চিওলকে দেখা গেছে। ইয়ু আহ-ইনের জায়গায় নেওয়া হয়েছে তাকে।

এছাড়া কিম হিউন-জু, কিম শিন-রক ও মুন গিউন-ইয়ংকেও ভিডিওতে দেখা গেছে। ভিডিওটির শেষের দিকে পরিচালক ইয়েন সাং-হোকে দেখা গেছে, যিনি শুটিং প্রক্রিয়াটি যত্নসহকারে তদারক করছেন। সিরিজটির প্রথম সিজন দুর্দান্ত সাড়া ফেললেও অনেকটা দেরি করেই দ্বিতীয় সিজন নির্মাণে হাত দিয়েছেন নির্মাতারা। জানা গেছে, সিরিজটি নির্মাণে বেশকিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে নির্মাতাদের।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন