টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করলেও সিরিজ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। তবে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ভারত নারী দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। একই সঙ্গে ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাসও রচনা করেছে জ্যোতিরা।
রোববার (১৬ জুলাই) মিরপুরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৩৯, ফারজানার ২৭ রানে ভর করতে ১৫২ রান করে বাংলাদেশ। জবাবে মারুফা আক্তারের ৪ উইকেট এবং রাবেয়া খানের ৩ উইকেটের সুবাদে ১১৩ রানে গুটিয়ে যায় ভারত। ৪০ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ ব্যাটিং ভালো করেনি। অভিষেকেই পেটের ব্যথায় স্বর্ণা আক্তারকে হাসপাতালে যেতে হওয়ায় বাংলাদেশ ৯ ব্যাটার নিয়ে খেলেছে, বৃষ্টিবাধায় ম্যাচ ৪৪ ওভারে নেমে আসার আগে বাংলাদেশ ৯ উইকেটই হারিয়ে করেছে ১৫২ রান। তবে বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ১৫৫।
কিন্তু লক্ষ্য তাড়া করবে কী, বাংলাদেশ বোলিংয়ের সামনেই অসহায় হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। বিশেষ করে মারুফা আক্তারের সুইং আর গতি যেন পড়তেই পারেনি ভারতের মেয়েরা!
ঢাকা বিজনেস/এমএ/