২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজার করেসপন্ডেন্ট || ১৫ জুলাই, ২০২৩, ০৫:৩৭ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু


কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপায় রোহিঙ্গা এক শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছে আরও ২ জন।

শনিবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

নিহত শিশু রুমা (০১), সে ৮ নম্বর ক্যাম্পের ইস্ট ব্লক বি/২৬ এর বাসিন্দা ওমর ফারুকের মেয়ে। 

আহতরা হলেন- ওমর ফারুকের স্ত্রী সবুরা বেগম (২২), আব্দুল মনাবের ছেলে খাইরুল হক (৮)।

সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‌‘শুক্রবার রাতে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ নম্বর ক্যাম্পের ইস্টের বি/২৬ ব্লকস্থ পাহাড়ের পার্শ্বে অবস্থিত ২টি শেডের ওপর পাহাড় ধসে পড়েছে। এসময় মাটিচাপায় ঘটনাস্থলে রোহিঙ্গা ক্যাম্পের এক শিশু নিহত ও ২ শিশু আহত হয়। সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে এপিবিএন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রোহিঙ্গাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। আর গত কয়েকদিন ধরে চলমান ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।’

তাফহীম/এইচ



আরো পড়ুন