২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ০৯ জুলাই, ২০২৩, ০৪:৩৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

রোববার (৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এই ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ৭ জন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। 

আহতরা হচ্ছেন- হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০)। বাকিদের নাম জানা যায়নি।

আহতদের স্বজনরা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড়িয়ে তারুয়া ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড়িয়ে গুরুতর আহত করে। অন্তত ৪ শিশুকে কামড়ে ক্ষতবিক্ষত করে। গুরুতর আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।  

তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির বলেন, ‌‘পাগলা কুকুর কামড়ানোর বিষয়টি জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’ 

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, ‘কুকুরের কামড়ানোর ঘটনা আমি অবগত নই। খোঁজ নিয়ে বলা যাবে।’ 

আজহার/এইচ



আরো পড়ুন