২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



স্কুইড গেমসের দ্বিতীয় সিজন নভেম্বরে

বিনোদন ডেস্ক || ২২ জুন, ২০২৩, ০৮:৩৬ এএম
স্কুইড গেমসের দ্বিতীয় সিজন নভেম্বরে


কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেমস’ ভক্তদের মধ্যে তুলেছিল তুমুল আলোড়ন। প্রথম সিজনেই নেটফ্লিক্সে বাজিমাত করেছে সিরিজটি। দর্শক সিরিজটি উপভোগ করেছে। এরপর থেকেই প্রতীক্ষা সিজন- ২ এর। অবশেষে প্রতীক্ষার অবসান। আসছে ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন। দীর্ঘ প্রতীক্ষার পর তুমুল জনপ্রিয় সিরিজটির দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। নতুন সিজনের তারকাদের পরিচয় করিয়ে দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। স্কুইড গেমের দ্বিতীয় সিজন নেটফ্লিক্সে নভেম্বরে মুক্তি পেতে পারে।

এরই মধ্যে দ্বিতীয় সিজনে কারা অভিনয় করছেন তার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নেটফ্লিক্স। লি জাং জায়, লি বিয়ং হু, ওয়াই হা জুন ও গং ইয়ো স্কুইড গেমের দ্বিতীয় সিজনে ফিরছেন আবারও। এছাড়া ৪ জন নতুন তারকাও যোগ দিচ্ছেন স্কুইড গেমের মৃত্যুখেলায়। সিরিজটির অফিসিয়াল তারকা কাস্টের ঘোষণা করে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে নেটফ্লিক্স। ক্লিপটি প্রথম মৌসুমের ঝলক দিয়ে শুরু হয় এবং পরে মঞ্চে নুতন তারকাদের দেখায়।

এদিকে বহুল প্রতীক্ষিত সিরিজটির দ্বিতীয় সিজন আসার ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির আগমন ঘিরে বেশ হাইপ তৈরি হয়েছে। ভক্তরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

কেউ কেউ বলছেন, এবারের মৃত্যুখেলা আরও ভয়ানক হবে। স্কুইড গেমের প্রথম সিজনটি লিখেছেন হোয়াং ডং-হিউক। তিনিই এটি পরিচালনা করেছেন। এটি ২০২১ সালে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছিল। ২০২২ সালে এমি অ্যাওয়ার্ডে সেরা ড্রামার জন্য মনোনীত হওয়া প্রথম বিদেশি ভাষার সিরিজ এটি।

অর্জন করেছে এমিসহ বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও। মুক্তির পরপরই বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সিরিজটি। দীর্ঘদিন নেটফ্লিক্সের শীর্ষস্থান দখল করেছিল এটি।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন