জামালপুর জেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৯ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে সাময়িক বরখাস্তের এই নোটিশ পাঠানো হয়েছে।
এছাড়া, হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে মাহমুদুল আলম বাবুকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত শনিবার (১৭ জুন) পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়ে, সাংবাদিক গোলাম রব্বানী হত্যায় জড়িত সন্দেহে মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা বিজনেস/এনই/