২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টোঙ্গায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || ১৬ জুন, ২০২৩, ০৪:৩৬ এএম
টোঙ্গায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প


দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে।

শুক্রবার (১৬ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যমতে, শুক্রবার ভোরে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টোঙ্গার প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৭ কিলোমিটার গভীরে।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে ভূমিকম্পের জেরে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

এর আগে, চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন