সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিত হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ' তারুণ্যের কণ্ঠ'। শনিবার (১০ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডিএলজি মাশরুবা ফেরদৌসী। তিনি বলেন, 'বাল্যবিবাহ আমাদের জন্য অভিশাপ। আমাদের সবার কাজ করতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। আসুন সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।'
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সদর ও অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।
উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। ১ জুলাই রাত ৮ টা ১০ মিনিটে পরিচালক মো. বশির উদ্দীন এর নির্দেশনায়, উপ পরিচালক মো. আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কণ্ঠ প্রচার হবে।
ঢাকা বিজনেস/এন/