২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



'ফিরে দেখা' নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক || ১২ জুন, ২০২৩, ০৭:৩৬ এএম
'ফিরে দেখা' নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন স্পর্শিয়া


অর্চিতা স্পর্শিয়া, একজন জনপ্রিয় অভিনেত্রী। মডেল হিসেবে শোবিজে পথচলা শুরু তার। পাশাপাশি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন তিনি। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’-এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে নিজেকে সবার কাছে জনপ্রিয় করে তোলেন। এছাড়াও বিটিভিতে প্রচার হওয়া বিবিসির উজান গাঙ্গের নাইয়া ধারাবাহিকে রিয়াজের সঙ্গে অভিনয় করে প্রশংসিত হন।

চলচ্চিত্রেও তার যাত্রাটা সাফল্যের। সর্বশেষ অভিনয় করেছিলেন ‘নবাব এলএলবি’ সিনেমায়। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে স্পর্শিয়া সহশিল্পী হিসেবে পান শাকিব খানকে। এটি ২০২০ সালে মুক্তি পায়। সেই বিরতি কাটিয়ে প্রায় ৩ বছর পর প্রেক্ষাগৃহে আসছে তার নতুন সিনেমা।

‘ফিরে দেখা’ সিনেমা দিয়ে ফিরছেন প্রেক্ষাগৃহে। এবার তার গুরু জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সরকারি অনুদানের সিনেমাটিতে স্পর্শিয়ার বিপরীতে দেখা যাবে নায়ক নিরবকে। এ সিনেমা দিয়ে প্রথমবার জুটি বেঁধে হাজির হবেন তারা।

১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 'ফিরে দেখা'। অর্চিতা স্পর্শিয়া এ সিনেমা নিয়ে বলেন, ‘অনেক দিন আগে আমরা এটার কাজ করেছিলাম। নিরবের সঙ্গে আমার প্রথম কাজ। আগামী সপ্তাহে ছবিটি মুক্তি পাচ্ছে ভেবে ভালো লাগছে। প্রত্যাশা একদমই নরমাল। সবাই কিন্তু চায় তার ছবিটা ভালো চলুক, হিট করুক। সেদিক থেকে একজন শিল্পী হিসেবে আমিও এটাই চাইব। দর্শক হলে আসুক, সিনেমাটা দেখুক। তাদের কাছে নিশ্চয় ভালো লাগবে।’

এই নায়িকা আরও বলেন, 'একে তো অনুদানের সিনেমা, তার ওপর মুক্তিযুদ্ধের গল্প। এটি আমার জন্য অনেক ভালো লাগার একটি বিষয়। শুধু তা-ই নয়, আমি অনেক সৌভাগ্যবান যে, ছোটবেলায় যাদের সিনেমা দেখতাম এবার তাদের সঙ্গে কাজ করতে পারলাম। রোজিনা আপা ও ইলিয়াস কাঞ্চন ভাইয়ের প্রচুর ছবি দেখতাম। তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সত্যি আমার জন্য আনন্দের। আশা করছি, সব প্রথমের সবকিছুই ভালো হবে।’

সিনেমাটিতে স্পর্শিয়া-নিরব ছাড়া আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, বড়দা মিঠু প্রমুখ।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন