সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফাজিলাতু নেছা মুজিব জাতীয় ফুটবল বালিকা (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ (এমপি)।পরে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারে ফিশ শেড, সবজি শেড, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবধন কাজের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, রাখেন উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, রীনা, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুহেল আহমেদ, ধনপুর ইউনিয়ন পরিষদের মিলন মিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আহমদ, জাপা নেতা কুরবান আলী প্রমুখ।
জাহাঙ্গীর/এইচ