২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



আসতে পারে জিতের ‘বস ৩’

বিনোদন ডেস্ক || ০৭ জুন, ২০২৩, ০৯:৩৬ এএম
আসতে পারে জিতের ‘বস ৩’


ওপার বাংলার অন্যতম সুপারস্টার জিৎ। অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তার অভিনীত অন্যতম সুপারহিট ছবি সিরিজ হল ‘বস’। এবার সেই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসতে পারে। গুঞ্জন শোনা যাচ্ছে, টলিউডের এই সুপারস্টার গোপনে গোপনে নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই ছবির। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, জিৎ ‘বস ৩’ ছবির পরিকল্পনা করছেন। যদি এই খবর সত্যি হয় তাহলে বাংলা বিনোদন জগৎ এবং বাংলা ছবির দর্শকদের জন্য একটা চমক হতে চলেছে। 

‘বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘বস’ ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। এই ছবির, অর্থাৎ ‘বস: বর্ন টু রুল’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎ ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’ ছবিটি। সেখানেও প্রধান ভূমিকায় ছিলেন এই দুজনই। তাদের সঙ্গে এই ছবিতে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরাত ফারিয়া সহ অনেকেই। এবার এই ছবি সিরিজের তৃতীয় ছবি আসতে পারে।

জানা গেছে ‘বস ৩’ হলে সেটির পরিচালকের আসনে থাকবেন বাবা যাদব। যদিও এই ছবিতে হাত দেওয়ার আগে অন্য একটি ছবি সারবেন বাবা যাদব। জানা গিয়েছে, তিনি ‘বস ৩’ -এর কাজ শুরু করার আগে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানকে নিয়ে একটি নতুন ছবি বানাতে চলেছেন। আর সেই ছবিটিও একটি বাণিজ্যিক ছবি হবে।

অন্যদিকে জিৎ ও সুস্মিতা অভিনীত ‘চেঙ্গিজ’ ছবিটি ইদে মুক্তি পায়। এটিই প্রথম বাংলা ছবি ছিল যা হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পেয়েছিল দেশ জুড়ে। মোটের উপর বেশ ভালোই ব্যবসা করে জিতের এই ছবি।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন