১২ জানুয়ারী ২০২৫, রবিবার



সেরা অভিনেত্রী মীম

বিনোদন ডেস্ক || ০৬ জুন, ২০২৩, ০২:৩৬ এএম
সেরা অভিনেত্রী মীম


দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। অনেক দর্শকের মন জয়ের পাশাপাশি জিতেছেন অনেক পুরস্কার। এবার, কলকাতায় অনুষ্ঠিত ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ডে সেরা বাংলাদেশি অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

মিম লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায় ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য আমি ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ড-২০২৩ প্রাপ্ত হয়েছি (সেরা অভিনেত্রী বাংলাদেশ)।’

এই সময় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও জানান। লিখেছেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ড এবং এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমার সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।’

রোববার (৪ জুন) কলকাতার নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ডের আসর বসে। বাংলাদেশ থেকে আরও পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী, বাপ্পা মজুমদার। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেন।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন