রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে সামনে রেখে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন মধ্যরাত পর্যন্ত মাঠে থাকবেন তারা। রাজশাহী জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশ অনুসারে, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্ব রয়েছেন, পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ। ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন, রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী। ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার। ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ আলী। ২৬, ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন, বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া। ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান।
এদিকে ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডে রয়েছেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ও ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল। ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে রয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ অনুযায়ী নির্বাচনী আচরণ বিধি অনুসরণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত নির্দেশনা প্রদান ও মোবাইল কোর্ট পরিচালনাসহ অর্পিত নির্বাচনী দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেটরা।
ঢাকা বিজনেস/এইচ