লালমনিরহাটের ঢাকা-বুড়িমাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় ২ সিএনজিযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া ১ শিশু এখনো নিখোঁজ রয়েছে। শুক্রবার (২ জুন) রাত ৮ টার দিকে জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা কাছারিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১ জন নিহত হন। বাকি ৪ জনের ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। বাকি একজন শিশু ছিল। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল কাজ করছে।
স্থানীয়রা জানান, একজন নারী কোলের শিশুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। সেই শিশুকে খোঁজা হচ্ছে। অন্য ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে ২ জন নিহত হয়েছেন।
ওসি বলেন, ‘বাচ্চাটিকে পাওয়া যায়নি। পুলিশ কাজ করছে। যিনি মারা গেছেন, তার লাশ থানায় নেওয়া হয়েছে। এখন পর্যন্ত হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।’
ফারুক/এইচ