২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



আবহানীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান

ক্রীড়া ডেস্ক || ৩০ মে, ২০২৩, ০১:৩৫ পিএম
আবহানীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান


ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে ১৪ বছর পর মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মঙ্গলবার (৩০ মে) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেল কাপের ফাইনালে আবহানীকে টাইব্রেকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মোহামেডান।  

এদিন শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে মোহামেডান। পরে সোলেমান দিয়াবাতের অসাধারণ দক্ষতায় সমতায় ফেরে তারা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ৩-৩ গোলের সমতায়  শেষ হয়।

রুদ্ধশ্বাস এক লড়াই শেষে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ১২০ মিনিট শেষেও  সমান দুই দল। একটি করে গোল করলো মোহামেডান আর আবাহনী। ৪-৪ সমতায় থাকা ম্যাচটি গড়ালো টাইব্রেকারে। সেখানে আবাহনীকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সাদা-কালো শিবির।

একাই ৪ গোল করা সোলেমান দিয়াবাদের পর টাইব্রেকারে মোহামেডানের জয়ের নায়ক বদলি গোলরক্ষক আহসান হাবিব দিপু। তিনি আবাহনীর দুই-দুটি শট ফিরিয়ে দেন। তার মধ্যে বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেসের শটও ছিল।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন