২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



১৬ স্বর্ণের বারসহ আটক ১

কক্সবাজার সংবাদদাতা || ২৫ মে, ২০২৩, ০৪:৩৫ পিএম
১৬ স্বর্ণের বারসহ আটক ১


কক্সবাজারের উখিয়ার ইনানী রেজুখাল চেকপোস্টে স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)। বৃহস্পতিবার (২৫ মে) সকালে চেকপোস্টে নিয়মিত তল্লাশীকালে ১২ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়।

আটক যুবক রায়হান বিন ফারুকী (২৬) উখিয়ার কুতুপালং পূর্ব পাড়ার ওমর ফারুকের ছেলে। 

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী একই দিন বেলা ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‌‘স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার ইনানি রেজুখাল চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় কোটবাজার থেকে কক্সবাজারগামী সন্দেহভাজন ১টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে গাড়ির সিটের নিচে লুকানো আনুমানিক ২.৬৫৬ কেজি ওজনের মোট ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।এসময় পাচারকারীকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি নিয়মিত কর/ভ্যাট ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে স্বর্ণের বার আনেন। পরে আটককে মোটরসাইকেলসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়। এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’ 

তাফহীম/এইচ



আরো পড়ুন