শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য হাশমতউল্লাহ শাহিদি নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে নিজেদের শেষ ওয়ানডেতে আগামী ২, ৪ এবং ৭ জুন শ্রীলঙ্কার হ্যাম্বন্ততা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে আফগানিস্তান ।
সোমবার (১৫ মে) আফগান ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এশিয়ার উদীয়মান ক্রিকেট শক্তির দেশটির বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে জুনে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজ দিয়ে। চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। যেখানে সরাসরি খেলবে আফগানিস্তান।
এই সিরিজকে সামনে রেখে হাশমতউল্লাহ শাহিদি নেতৃত্বে ১৫ সদস্যের শক্তিশালী দলে ডাক পেয়েছেন তরুণ তুর্কি আব্দুল রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান স্কোয়াড :
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলীখাইল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, আবদুল রহমান, ফজল হক ফারুকি ও ফরিদ আহমদ মালিক।
এছাড়া রিজার্ভে আছেন শাহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমতজাই, জিয়া উর রহমান আকবর ও গুলবাদিন নায়েব।
আফগানিস্তান ওয়ানডে দলের তিনজন বোলার বর্তমানে আইসিসি র্যাংকিংয়ে সেরা দশের মধ্যে আছেন। রশিদ খান ষষ্ঠ, মুজিব উর রহমান অষ্টম এবং মোহাম্মদ নবী দশম। তাদের পাশাপাশি বল হাতে আগুন ঝরাতে প্রস্তুত আছেন ফজল হক ফারুকি।
ঢাকা বিজনেস/এমএ