২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার



এবার সাকিব-মোস্তাফিজ-লিটন খেলবেন আইপিএলে

ক্রীড়া ডেস্ক || ২৪ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম
এবার সাকিব-মোস্তাফিজ-লিটন খেলবেন আইপিএলে


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো এক আসরে খেলবে বাংলাদেশের তিন ক্রিকেটার। আইপিএলের মিনি নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে রিটেইন করেছিল দিল্লি ক্যাপিটালস। আর নিলাম থেকে শেষ মুহূর্তে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।

শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত নিলামে প্রথম দফায় অবিক্রিতই ছিলেন লিটন ও সাকিব। তবে দুজনেই দ্বিতীয় দফায় দল পেয়েছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তারা। আর এর ফলে এবারই প্রথম একই আসরে খেলবেন তিন বাংলাদেশি ক্রিকেটার।

গত আসরেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। এবার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়ে আইপিএলে নিবন্ধন করেছিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক। কিন্তু এবারও প্রথম দফায় সাকিবকে হতাশায় ডুবিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দ্বিতীয় দফায় পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন সাকিব। ভিত্তিমূল্য দেড় লাখ রুপিতেই সাকিবকে দলে টেনেছে কেকেআর।

লিটন এবার প্রথম ডাক পেলেও আইপিএলে নিয়মিত মুখ সাকিব। আর ২০০৯ সালে কেকেআরের হয়ে আসর মাতান মাশরাফী বিন মোর্ত্তজা। এরপরের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সে মোহাম্মদ আশরাফুল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু’র হয়ে খেলেছিলেন আব্দুর রাজ্জাক। টাইগারদের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আইপিএলে ডাক পেলেও সাইড বেঞ্চে বসেই কেটেছে আসরের পুরো সময়, কোনো ম্যাচেই সুযোগ পাননি এই ওপেনার।

সাকিবের পর মোস্তাফিজ সুযোগ পেলে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকা লম্বা হতে থাকে। এবার সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে নাম লেখাচ্ছেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন