১৭ জুন ২০২৪, সোমবার



ইউক্রেনে শস্য উৎপাদন কমছে ৪০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক || ২৪ ডিসেম্বর, ২০২২, ০৭:৪২ পিএম
ইউক্রেনে শস্য উৎপাদন কমছে ৪০ শতাংশ


ইউক্রেনে রুশ হামলার কারণে বছরে দেশটির শস্য উৎপাদন কমছে ৪০ শতাংশ। ইউক্রেনীয় শস্য সমিতির প্রধান সের্গেই ইভাশচেঙ্কো শুক্রবার এ তথ্য জানান।

তিনি বলেন, ‌‘আমরা চলতি বছরের শেষ নাগাদ ৬৫ থেকে ৬৬ মিলিয়ন শস্য উৎপাদন আশা করছি। যদিও এর আগের বছর রেকর্ড ১০ কোটি ৬০ লাখ শস্য উৎপাদিত হয়েছিল।’

ইভাশচেঙ্কো বলেছেন, ‘এর মূল কারণ যুদ্ধ। এর কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং বপন বাধাগ্রস্ত হয়েছে।’  

গত ১৪ ডিসেম্বর জাতিসংঘ বলেছে, ইউক্রেনের গ্রামীণ এলাকায় বসবাসকারী প্রায় ১৩ মিলিয়ন মানুষের জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষি খাত। যুদ্ধের কারণে এসব এলাকার ২৫ শতাংশ কৃষক উৎপাদন বন্ধ রেখেছে। ইউক্রেনের সর্বাধিক কৃষি-নির্ভর অঞ্চলগুলোতে পরিস্থিতি আরও খারাপ, সেখানে ৪০ শতাংশেরও বেশি গ্রামীণ পরিবার ক্ষতিগ্রস্ত।

উল্লেখ্য, ইউক্রেন বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী ও রপ্তানীকারক দেশ। ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর শস্য চালান বন্ধ হয়ে যায় এবং ইউক্রেনের বন্দরে ২০ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে। এ কারণে কৃষকরা প্রয়োজনীয় অর্থ পায়নি যা দিয়ে তারা সার কিনতে পারবে।

ইভাশচেঙ্কো আরো বলেন, ‘অনেক এলাকা অবরুদ্ধ। জমিতে যুদ্ধ চলছে। অবকাঠামো ধ্বংস হচ্ছে। আমরা সাধারণত ২৫ মিলিয়ন হেক্টর জমিতে শস্য ফলাই। চলতি বছর ১৮ থেকে ১৯ মিয়িলন হেক্টর জমিতে শস্য ফলানো হয়েছে।’

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন