০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



৩৬ ঘণ্টার ব্যবধানে ভারতে স্বর্ণমন্দিরের কাছে ফের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক || ০৮ মে, ২০২৩, ০১:৩৫ পিএম
৩৬ ঘণ্টার ব্যবধানে ভারতে  স্বর্ণমন্দিরের কাছে ফের বিস্ফোরণ


ভারতের পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরের আশে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৮ মে) দ্বিতীয় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এ সময় বিস্ফোরণে ১ জন আহত হয়েছে।  ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ভারতীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মে যেখানে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল, সোমবার সকালে তার কাছাকাছি  একটি হেরিটেজ রাস্তায় এই বিস্ফোরণ ঘটে। এতে ১ জন আহত হয়েছেন।

পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল অব পুলিশ গৌরব যাদব বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে,  বিস্ফোরণ ছিল কম মাত্রার। একটি ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে। বৈজ্ঞানিক তদন্ত পরিচালনা করছে।’ 

পুলিশ আরও জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ট্রিগারিং মেকানিজম বা ডিটোনেটর পাওয়া যায়নি। বিস্ফোরক উপাদানটি একটি পাত্রের মধ্যে রাখা হয়েছিল, যা বিস্ফোরিত হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন