২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



যুক্তরাজ্যে সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা

ক্রীড়া ডেস্ক || ০৮ মে, ২০২৩, ০৭:৩৫ এএম
যুক্তরাজ্যে সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা


চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর পাঁচতারকা এক হোটেলে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণা দেন সাকিব আল হাসান। ক্যানসার আক্রান্ত রোগীদের সচেতনতা ও চিকিৎসা সহায়তায় এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করলো ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’।

রোববার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে এক গালা ডিনারে যুক্তরাজ্যে ক্যানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন সাকিব।

সাকিব বলেন, ‘দেশের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। এই মহতী উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

এদিন এক ভিডিও বার্তায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, ‘আমরা চাইলে আমাদের চারপাশের ক্যানসার আক্রান্ত রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশি এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক কাফি খানসহ অনেকেই।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন