২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বিয়ের খবর প্রকাশ করলেন রোশান

বিনোদন ডেস্ক || ০৭ মে, ২০২৩, ০৪:৩৫ এএম
বিয়ের খবর প্রকাশ করলেন রোশান


ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান। গত বছরের জানুয়ারিতে জানিয়েছিলেন তার প্রেমের কথা। তাহসিন এশা নামে এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন। এবার প্রকাশ করলেন বিয়ের খবর। ৩ বছর আগেই এশাকে বিয়ে করেছেন তিনি।

শনিবার (৬ মে) দুপুরে স্ত্রী এশার সঙ্গে ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন রোশান। ক্যাপশনে লেখেন-‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই…।’ ছবিতে দেখা যায়, এশার হাতে মেহেদী লাগিয়ে দিচ্ছেন রোশান।

পোস্টে রোশানকে অভিনন্দন জানান অনেকেই। সংবাদমাধ্যমকে তিনি জানান, এশার সঙ্গে ৫ বছরের প্রেম ছিল তার। এর পর ২০২০ সালে বিয়ের করেন তাকে।

শনিবার রাতে পারিবারিকভাবে একেবারে ঘরোয়া পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় রোশানের। এর পর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’, ‘অপারেশন সুন্দরবন’, ‘মুখোশ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। গেলো রোজার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পাপ’।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন