২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



মহানগর ৩-এর শুটিং শুরু

বিনোদন ডেস্ক || ২৭ এপ্রিল, ২০২৩, ০৫:৩৪ এএম
মহানগর ৩-এর শুটিং শুরু


এই বছরের অন্যতম আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর ২’। মুক্তির পর ইতোমধ্যে সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। তাই দর্শকদের অপেক্ষা সিরিজটির তৃতীয় পর্ব নিয়ে।

এদিকে মহানগরের তৃতীয় পর্ব কবে আসবে তা নিয়ে ভক্তদের মনে জমেছে নানা প্রশ্ন। তৃতীয় পর্বের বিষয়টি নিয়ে নিপুণ বলেন, ‘মহানগর ২’ ওয়েব সিরিজের রেশই এখনও কাটেনি। তবে আমরা তৃতীয় পর্বের প্রস্তুতি নিচ্ছি। যেখানে দ্বিতীয় পর্বের থেকেও বেশি জমজমাট করার পরিকল্পনা চলছে। এর বেশি আপাতত এখনই কিছু বলতে চাই না। সময় হলে হইচই থেকে সেটি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে।’ 

‘মহানগর ২’ ওয়েব সিরজের বড় চমক কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি এই সিরিজের তৃতীয় পর্ব নির্মাণের কিছু বিহান্ড দ্য সিনের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায় নির্মাতা নিপুণ তাকে তৃতীয় সিজনের জন্য শট বুঝিয়ে দিচ্ছেন। এর পর ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে অভিনেতা অনির্বাণ লেখেন, ‘গল্প এখানে শেষ হয়নি! দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি! আসছে মহানগর ৩। খেলা হবে।’ তার পরই সবাই এক প্রকার নিশ্চিত হয়ে যায়, মহানগর ৩-এর শুটিং শুরু হয়ে গেছে। তবে কবে নাগাদ এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনই বলতে নারাজ নির্মাতা নিপুণ।

এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। এছাড়া আরও অভিনয় করেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, আফসানা মিমি, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাস, নওশাবা আহমেদসহ আরও অনেকে। সিরিজটি প্রযোজনা করছেন মোহাম্মদ হাবিবুর রহমান ও আদনান আল রাজীব। তবে চমক হিসেবে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন