২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



ক্যাম্পাস
প্রিন্ট

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রাণে প্রাণে

মো. হাবিবুর রহমান || ২৩ এপ্রিল, ২০২৩, ০৫:৩৪ এএম
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রাণে প্রাণে


ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বছর ঘুরে আবারও এসেছে ঈদ। প্রতিটি মুসলিম হৃদয়ে লেগেছে খুশির ঢেউ। সেই ঢেউয়ে ভেসে গেছে হৃদয় কুটিরে লুকিয়ে রাখা ক্ষোভ, হিংসা, আত্ম-অহংকার। এমনই ঈদ নিয়ে বিভিন্ন অনুভূতি ব্যক্ত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অনুভূতি তুলে ধরেছেন একই বিশ্ববিদ্যালয়ের ক্যাস্পাস সাংবাদিক মো. হাবিবুর রহমান।

মুহাম্মদ নাছরুল হক

ঈদ মানেই সব কিছু ভুলে শত্রুকে বুকে টেনে নেওয়া। ঈদ মানেই অহংকার, আত্মগৌরব, হিংসাকে বহিষ্কার। ছোট্ট বেলার ঈদ যতটা আনন্দের ছিল। এখন আনন্দের থেকে দায়িত্বটা অনেক বেশি। দিন যত যাচ্ছে কাঁধে দায়িত্বের চাপ ততটা বাড়ছে। আগে পরিবারের কাছ থেকে কিছু পেলে খুশি হতাম আর এখন তাদের কিছু দিতে পারায় খুশি হই। তাপদাহ, বিদ্যুতের সংকট ঈদ আনন্দে কোনো প্রভাব ফেলেনি। আমি আমার পরিবারের সঙ্গে আনন্দকে ভাগ করে নিতে পারায় সন্তুষ্ট। 

মিম তাহমিম

ইসলামের শ্রেষ্ঠ উৎসব হলো ঈদ। শত কর্মব্যস্ততার মধ্যেও পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আনন্দটা অন্য রকম। দুইটা ঈদের মধ্যে ঈদুল ফিতর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন আমরা ব্যক্তিত্বের দাম্ভিকতা, হিংসা, রাগ বিসর্জন দেই। ঈদের দিন তেমন ঘুরতে পারি না। তবে দ্বিতীয় দিন থেকে শুরু করে পাঁচ দিন ঘোরা হয়। আজকের দিনে পরিবারের অনেকেই ঘুরতে গিয়েছিলাম খুবই ভালো লেগেছে। আগামী দিনের জন্য ও নানা ধরনের পরিকল্পনা করে রেখেছি।

শাকিল আহমেদ

ঈদের কিছু বিশেষত্ব রয়েছে। ঈদ আমাদের আত্মত্যাগ, আমিত্ব, অহংকার, হিংসা- বিদ্বেষ প্রভৃতি বর্জন করার দিকনির্দেশনা প্রদান করে। আত্মীয় স্বজন, গরীব-দুঃখী মানুষের মধ্যে ঈদের আনন্দ বিতরণের মাধ্যমে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয় প্রতিটি হৃদয়। আমিও সেই ত্যাগের মনোভাব উপলব্ধি করেছি।

রানা ইয়াসমিন

ঈদ মানে খুশি আর তা যদি হয় প্রিয় মানুষের সঙ্গে তাহলে তার মাত্রা আরও বেড়ে যায়। যদিও এবার ঈদে আমি তেমন কোথাও ঘুরতে যাইনি, চেষ্টা করেছি পুরো সময়টা প্রিয় মানুষের সঙ্গে কাটানোর। মা, বাবা, ছোট ভাই আর পরিবারের বাকিদের সঙ্গে জমিয়ে গল্প, আড্ডায় ভরপুর ছিলাম বেশিরভাগ সময়। সবাই একসঙ্গে খাওয়া, রান্না করা, কাজ করার চাইতে ভালো ঈদ বা বিশেষ কিছু হয় না।

আম্মায় আছিফুন মিম

ঈদের খুশিতে আজি উদ্বেলিত প্রাণ। খুশির জোয়ারে ভাসছে মন। আমি সকাল থেকেই প্রতিটি সময় প্রিয়জনদের সঙ্গে কাটিয়েছি। খুব সুন্দরভাবে কাটছে প্রতিটি মুহূর্ত। আত্মীয়দের সঙ্গেও ভাগাভাগি হয়েছে ঈদের আনন্দ। সবমিলে আমি অনেক ভালো ঈদ উপভোগ করছি।

হাবিবুর রহমান হাবিব

ঈদ অন্যরকম একটা অনুভূতি তৈরি করে। সব ঈদই আমি ভিন্নভাবে উদযাপন করি। পরিবারের বাইরে আমার গ্রামের দুঃস্থ, এয়াতিম, অনাথ শিশুদের মধ্যে ঈদ ভাগাভাগি করেই আমার ঈদ কাটে। ঈদের দিনে বিশেষ কিছু জায়গায় ভ্রমণ না করলে ঈদ মনেই হয় না। এবার ঈদেও সেই বিশেষ স্থানগুলোতে ঘুরতে পেরে আমি অত্যন্ত প্রাণবন্ত, অত্যন্ত খুশি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রাণে প্রাণে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন