২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ফেলোশিপ পেলেন ড. আবদুল আলীম

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ এপ্রিল, ২০২৩, ১২:৩৪ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ফেলোশিপ পেলেন  ড. আবদুল আলীম


ইউনেস্কোর ক্যাটাগরি-২ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ফেলোশিপ পেলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আবদুল আলীম।  মঙ্গলবার (১৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক নিগার সুলতানা স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানানো হয়।  বুধবার (১৯ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এই তথ্য নিশ্চিত করেছেন। 

রেজিস্ট্রার জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই গবেষণা ফেলোশিপের মান আট লাখ টাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গবেষণা নীতিমালা-২০২২ এর ধারা ৩.৪ এর আলোকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য এই ফেলোশিপের জন্য তাকে মনোনীত করা হয়েছে।  এই সংক্রান্ত ইউনেসকোর আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউট থেকে পাঠানো একটি স্মারক আমরা পেয়েছি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আবদুল আলীম ইতিহাস-ঐতিহ্য তথা ভাষা আন্দোলন গবেষক হিসেবে  সমাজে বিশেষভাবে পরিচিত। তিনি  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থান এবং স্নাতোকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ২৪তম বিসিএস (শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ও ঢাকা কলেজে অধ্যাপনা করেন। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কর্মরত আছেন। 

এছাড়া তিনি এ বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিজনেস /এমএ/













আরো পড়ুন