বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শকদের মন। তার রূপের দিওয়ানাও অনেক। সম্প্রতি অসুস্থ ছিলেন তিনি। হার্ট অ্যাটাক হয়েছে তার। কিন্তু তার কাছে হার্ট অ্যাটাক নেহাতই একটি ছোট ঘটনা। এক সপ্তাহের মধ্যেই শুরু করেছিলেন শরীর চর্চা। ফিরলেন শুটিং ফ্লোরে।
শরীরচর্চায় যথেষ্ট নিয়মিত তিনি। নিজের সম্পূর্ণ যত্ন নিতে ভুল করেন না কখনো। কিছুটা সুস্থ হয়ে ফিরলেন নিজের প্রিয় শুটিং ফ্লোরে। পৌঁছেই অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন। হার্ট অ্যাটাকের মধ্যে দিয়ে গেলেও বেশিদিন বিশ্রাম করতে দেখা যায়নি তাকে। যোগ দিয়েছেন আর্যা ৩-এর শুটিংয়ে।
শুটিংয়ে পৌঁছেই ভীষণ খুশি সুস্মিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানালেন সেই খবর। লাইভ সেশনে বললেন, ‘বলুন তো আমি কোথায় এসেছি? এত ভালো লাগছে আবার ফিরতে পেরে। আর্যা ফিরছে। আপনাদের কাছে আর্যাকে নিয়ে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ নববর্ষের দিনই এ সুখবর দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি হার্ট অ্যাটাকের পর বেশ নিয়মমাফিক জীবনযাত্রায় চলছেন সুস্মিতা। অপারেশনের পর চিকিৎসকের পরামর্শ নিয়ে সামলে রেখেছেন নিজেকে।
ঢাকা বিজনেস/এন/