২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



১০ দিনে কত আয় করলো ‘ভোলা’

বিনোদন ডেস্ক || ১০ এপ্রিল, ২০২৩, ০৯:৩৪ এএম
১০ দিনে কত আয় করলো ‘ভোলা’


বলিউডের অন্যতম অ্যাকশন হিরো অজয় দেবগন। নিজের অ্যাকশনের ধামাকায় মন জয় করেছেন ভক্তদের। সম্প্রতি মুক্তি পেয়েছে অজয়ের ‘ভোলা’। ১০ দিনে এই সিনেমার আয় প্রায় ৭০ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনেই ১১.২০ কোটি রুপি ব্যবসা করেছিল অজয় দেবগণ পরিচালিত এ সিনেমা। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিট বিক্রির পরিমাণ কিছুটা কমেছিল। দ্বিতীয় দিনে এ সিনেমা ৭.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল।

লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট সিনেমা ‘কাইথি’র হিন্দি রিমেক ‘ভোলা’। ঘোষণার পর থেকেই দর্শকের মন জয় করেছে ‘ভোলা’। প্রথমে টিজার, তারপর ট্রেলার মুক্তির পর উত্তেজনা বাড়তেই থাকে ভক্তদের। ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভোলা’। অজয় দেবগণ পরিচালিত চতুর্থ সিনেমা এটি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের হিটলিস্টে এই সিনেমা। টাবু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাওয়ের মতো অভিনেতারাও আছেন এই সিনেমায়।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন