২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বারবার আগুনের কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার || ০৪ এপ্রিল, ২০২৩, ০৩:৩৪ পিএম
বারবার আগুনের কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর


বঙ্গবাজারে বারবার আগুন লাগার কারণ অনুসন্ধান করে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা দেন। বিষয়টি সভা শেষে ব্রিফিংয়ে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনা উঠে এসেছে একনেক সভার আলোচনায়। এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতগুলো পরিবার ঈদ সামনে রেখে কী করবে, এই ভেবে প্রধানমন্ত্রী কষ্ট অনুভব করেন। পরে তিনি বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানের পাশাপাশি এর সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমার পরিষ্কার জানা নেই। তবে আমার মনে হয় কিছু একটা করা হবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর সকাল ৬টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। সাড়ে ৬ ঘণ্টা জ্বলার পর অবশেষে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা সাড়ে ১২টার পরে ৫০ ইউনিট ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

  ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন