২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

লাখ টাকা ছুঁই ছুঁই স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার || ০১ এপ্রিল, ২০২৩, ১১:৩৪ এএম
লাখ টাকা ছুঁই ছুঁই স্বর্ণের দাম


দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (২ এপ্রিল) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হচ্ছে বলে জানায় বাজুস।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন