ওশেনিও ওমলেট ভেজেছি সকালে
সবুজ সতেজ ধনে পাতা আর ক্রীমে
সাজালো সমারসেট কাব্যিক খেয়ালে
মধ্যাহ্ন ভোজন হবে কলাবতী থিমে
স্বাদে-ঘ্রাণে সব ভুলে নড়ে ওঠে ভীত
মাইটাকি মাশরুম সব মিলে ঝিলে
ভূপালী আলাপ যেন উচ্চাঙ্গ সংগীত
শব্দেরা সাঁতার কাটে খাবার টেবিলে।
অতঃপর বিয়ারের ক্যান নিয়ে হাতে
প্রাণের উচ্ছ্বাসে ভরা অপরাহ্ন বেলা
কবিতা কুসুম কলি আনন্দ মৌতাতে
ব্লাফার্স সৈকতে বসে নান্দনিক মেলা
কেউ হাঁটে আল পথে বিরহী বাতাসে
ভুলে যায় ক্ষত চিহ্ন করোনা সন্ত্রাসে।