২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



আজ হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ২৬ মার্চ, ২০২৩, ০৪:৩৩ এএম
আজ হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ (২৬ মার্চ) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। 

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন ঢাকা বিজনেসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুর রহমান লিটন বলেন, ‌‘রোববার বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। তাই সরকারি ছুটির কারণে হিলি বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার ( ২৭ মার্চ) থেকে পুনরায় যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।’ 

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’ 

বুলু/এম



আরো পড়ুন