২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



আবারও মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক || ২৫ মার্চ, ২০২৩, ০৫:৩৩ এএম
আবারও মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ছবি: রয়টার্স


মিয়ানমারের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে বাইডেন সরকার। বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জান্তা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ২০২১ সালে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করার পর থেকে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা মিয়ানমারের সেনাবাহিনী সংশ্লিষ্ট দুই ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সেনাবাহিনীকে জঙ্গিবিমানের জ্বালানি সরবরাহ করা এবং তা আমদানি ও মজুত করতে সহায়তা করে বেসামরিক নাগরিকদের ওপর অবিরাম বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে বলে অভিযোগ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ব্যাপারে মিয়ানমারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন