২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



পশুখাদ্য ভূসির দামে ক্ষুব্ধ ক্রেতারা

আনোয়ার হোসেন বুলু , হিলি (দিনাজপুর) || ২৫ মার্চ, ২০২৩, ০৪:৩৩ এএম
পশুখাদ্য ভূসির দামে ক্ষুব্ধ ক্রেতারা


দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে পশুখাদ্য ভূষি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকা। আর খুচরা বাজারে সেই ভূসি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। পাইকারি থেকে খুচরা বাজারে কেজিতে ১০ টাকা পার্থক্য প্রসঙ্গে ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আর ব্যবসায়ীদের রয়েছে ভিন্ন ভিন্ন মত। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে হিলিবাজারে ভূসি কিনতে আসা গরুর খামারি মো. আরমান আলী বলেন, ‘ভূসির দাম দিনদিন বাড়ছে। এরপর রয়েছে খৈল, ঘাস। সবকিছুর দামই তো বাড়ছে। এভাবে পশু খাদ্যের দাম বাড়তেই থাকলে খামার বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

কথা হয় ছাগল খামারি মো. শাহাদত হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমার খামারে বিভিন্ন জাতের প্রায় ৫০টি ছাগল আছে। প্রতিদিন অন্যান্য খাদ্যের পাশাপাশি ২০ কেজির ভূসির দরকার হয়। বর্তমানে যেভাবে ভূসির দাম যেভাবে বাড়ছে, তাতে ছাগলের খাবার খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে। একসপ্তাহ আগে যে ভূসি কিনেছিলাম ৫৮ টাকা কেজি দরে, বৃহস্পতিবার সেই ভূসি কিনলাম ৬০ টাকায়।’ 

খুচরা ভূসিবিক্রেতা অলোক অধিকারী বলেন, ‘বন্দর থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করলে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে ৫৫ টাকা পড়ে যায়। আবার ভ্যানে করে বা ট্রাকে করে দোকানে আনার সময় অনেক সময় বস্তা ফেটে ভূসি পড়ে যায়। এতে ওজনে কম হয়। তাই আমরা ৬০ টাকা কেজি দরে বিক্রি করি।’

হিলি বন্দরের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, ‘প্রতিদিনই হিলি বন্দর দিয়ে ৩০ থেকে ৪০ টাকা ভূসি আমদানি হচ্ছে। গেলো সপ্তাহে বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রতিকেজি ভূসি পাইকারি ৪৪ থেকে ৪৬ টাকা কেজিদরে বিক্রি হয়েছিল। আর বৃহস্পতিবার প্রতিকেজি ভূসি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।’ তিনি আরও বলেন, ‘আমার নিজেরই প্রতিদিন ৫ থেকে ৭ ট্রাক ভূমি আমদানি হয়। ভারত থেকে ভূসি আমদানি অব্যাহত আছে।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘হিলিবন্দর দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক ভূসি ভারত থেকে আমদানি হয়।’

সোহরাব হোসেন আরও বলেন, ‘বুধবার (২২ মার্চ) এই বন্দর দিয়ে ৩৩টি ভারতীয় ট্রাকে ৭৫২ মেট্রিক টন ভূসি আমদানি হয়েছে।’

/ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন