বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ! অসম্ভব মনে হলেও টাইগাররা তা করে দেখিয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টির তিন ম্যাচের শেষটিতে ১৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ স্বপ্ন পূরণ করেছেন সাকিবরা।
এদিকে, স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া বাংলাদেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের জন্য এবার বড় অংকের পুরস্কার ঘোষণা করলো বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড সিরিজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন।
কোনো দলকে প্রথমবার সিরিজ হারালে বা বড় কোনো অর্জনে বরাবরই পুরষ্কার দেয় বিসিবি। এবারও সেই ধারাবাহিকতাই রক্ষা করবেন তারা। এ প্রসঙ্গে পাপন বলেছেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাই ওরা এটা পাবে।’
বিসিবি সভাপতি অবশ্য পুরস্কারের অংকটা পরিষ্কার করে বলেননি। বোর্ডের শীর্ষ কর্তারাও কেউ তাৎক্ষণিকভাবে তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ৩ থেকে ৫ কোটি বাড়তি বোনাস পাচ্ছেন সাকিবরা।
ঢাকা বিজনেস/এম